পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

যুব মোর্চার নতুন রাজ্য কমিটি ঘোষণা সৌমিত্র খাঁ-র - Saumitra Khan announces new BJYM state committee member name

By

Published : Aug 30, 2020, 7:32 PM IST

যুব মোর্চার নতুন রাজ্য কমিটি গঠন ৷ কমিটির সদস্যদের নাম ঘোষণা করলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ ৷ 2021-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই কমিটি গঠন করা হয়েছে ৷ উত্তরবঙ্গে রাজবংশী পরিবার থেকে গোবিন্দ রায়কে সাধারণ সম্পাদক করা হল। দক্ষিণবঙ্গ থেকে সাধারণ সম্পাদক করা হল প্রকাশ দাসকে । তবে মুকুল ঘনিষ্ঠ শঙ্কুদেব পণ্ডা রাজ্য কমিটিতে জায়গা পাননি । সহ সভাপতি করা হয়েছে অনুপম হাজরা, রাজু সরকার, তরুণজিৎ তিওয়ারি, তাপস ঘোষের মতো অভিজ্ঞদের । নতুন কমিটিতে যুব মোর্চার সহ সভাপতি হয়েছেন 6 জন । এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন 2 জন এবং সম্পাদক হয়েছেন 5 জন ।

ABOUT THE AUTHOR

...view details