গ্রেপ্তার সংগঠনের নেত্রী, দায় এড়ালেন তেজস্বী - TEJASWI SURYA
সঠিক তদন্ত হলেই সত্য সামনে আসবে । যুবমোর্চার হুগলি জেলার সাধারণ সম্পাদক পামেলা গোস্বামীর গ্রেপ্তারির প্রসঙ্গে প্রতিক্রিয়া যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যের । মধ্যমগ্রামে যুবমোর্চার নববঙ্গ উদয় যাত্রায় অংশগ্রহণ করেন তিনি । মধ্যমগ্রাম থেকে হাবড়া পর্যন্ত নববঙ্গ উদয় যাত্রার আয়োজন করেছিল যুবমোর্চা । যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন যুব মোর্চার রাজ্য সভাপতি ও সাংসদ সৌমিত্র খাঁ ।