"বীরভূমের কেষ্ট একটা ক্রিমিনাল, আগামী দিনে বিকাশ দুবে না হয়ে যায়" - অনুব্রত মণ্ডল
"বীরভূমের আদরের কেষ্ট একটা ক্রিমিনাল ৷ আগামী দিনে বিকাশ দুবে না হয়ে যায়।" তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আক্রমণ করে এমনই মন্তব্য করলেন BJP-র রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "বীরভূমে নেতৃত্ব দিচ্ছেন একজন ক্রিমিনাল ৷ তার জেলে থাকা উচিত । আমরা ক্ষমতায় এলে তাকে জেলের ভিতরে দেখবেন । কেউ বাঁচাতে পারবে না ।"