"গ্রেপ্তার হলেও রামের পুজো করবই", নদিয়ায় পথে শতাধিক BJP কর্মী - গ্রেপ্তার হলেও রামের পুজো করব
"প্রয়োজনে গ্রেপ্তার হতে রাজি তবুও রামের পুজো করব" । লকডাউন উপেক্ষা করে রাস্তায় নামলেন BJP কর্মী-সমর্থকরা । আজ কয়েকশো BJP কর্মী নবদ্বীপের রাম-সীতা মন্দিরের সামনে পুজো দেওয়ার জন্য ভিড় করেন । BJP নেতা সিদ্ধার্থশংকর নস্করের নেতৃত্বে রাস্তায় বের হতে দেখা যায় কর্মী-সমর্থকদের ।