জামালপুরে 5 জনের মৃত্যুতে CBI তদন্তের দাবিতে থানা ঘেরাও BJP-র - BJP agitation tapan police station
জামালপুরে একই পরিবারের 5 জনের মৃত্যুতে খুনের অভিযোগ উঠেছে । এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও CBI তদন্তের দাবিতে তপন থানা ঘেরাও করে বিক্ষোভ BJP মহিলা মোর্চার । গতকাল দক্ষিণ দিনাজপুরের BJP মহিলা মোর্চার জেলা সভানেত্রী স্মৃতিকণা দাস ও পূর্ণিমা মহন্তের নেতৃত্বে BJP-র মহিলা কর্মীসমর্থকরা অভিযান করে । মোট তিন দফা দাবিসম্বলিত একটি শংসাপত্র জমা দেন । BJP-র মহিলা নেতৃত্বরা হুঁশিয়ারি দেন, তাঁদের দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন ।