পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পাণ্ডবেশ্বরে জিতেন্দ্রয় আপত্তি বিজেপির একাংশের, নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি - পাণ্ডবেশ্বর

By

Published : Mar 4, 2021, 12:09 PM IST

জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগদান করার পর বিজেপির পক্ষ থেকে তাঁকে পাণ্ডবেশ্বর বিধানসভায় প্রার্থী করা হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে বুধবার। তারপর থেকে পাণ্ডবেশ্বরের বিস্তীর্ণ এলাকায় পুরানো বিজেপি কর্মীরা জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করার বিরোধিতায় নামেন। জিতেন্দ্র তিওয়ারিকে পাণ্ডবেশ্বরে প্রার্থী করলে, বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী দাঁড় করানো হবে, এই মর্মে দেওয়াল লিখন শুরু হয়ে যায়। পুরানো বিজেপি কর্মীদের কথায়, জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল বিধায়ক থাকাকালীন বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়েছেন। তাই তাঁকে মেনে নেওয়া যাচ্ছে না। এনিয়ে তৃণমূলের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আমাদের আপদ বিদায় হয়েছে, এবার বিজেপি তোরা সামলা।

ABOUT THE AUTHOR

...view details