দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে দুর্গাপুরে BJP-র থানা ঘেরাও - দুর্গাপুরে থানা ঘেরাও কর্মসূচি
দলীয় কর্মী খুনের প্রতিবাদে আজ দুর্গাপুরে থানা ঘেরাও কর্মসূচি পালন করল BJP । গতকাল দুর্গাপুর থানার পারুলিয়া গ্রামের বাসিন্দা স্বরূপ সৌয়ের দেহ উদ্ধার হয় । স্থানীয় BJP-র পক্ষ থেকে ওই যুবক তাদের কর্মী ছিলেন বলে দাবি করা হয়েছে । তাই তাঁর মৃত্যুর সঠিক তদন্তের দাবি তুলে আজ থানা ঘেরাও করা হয় । অবশেষে রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থানার গেটের সামনে বসে পড়ে BJP-র নেতা-কর্মীরা বিক্ষোভ দেখান ।