একবছর পর আর্থিক সাহায্য নিলেন মৃত BJP কর্মীর বাবা - BJP নেতা
ফিরিয়ে দেওয়ার প্রায় এক বছর পর চেক নিলেন কাঁকসার রূপগঞ্জে মৃত BJP বুথ সভাপতি সন্দীপ ঘোষের বাবা । গতকাল বিজয় ঘোষের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া । সাংসদের কাছে মেয়ের জন্য চাকরির আর্জি জানান বিজয়বাবু । 2018 সালের 9 অক্টোবর BJP-র বুথকর্মীদের বৈঠক সেরে ফেরার সময় দুষ্কৃতী হামলায় খুন হন সন্দীপ । BJP-র অভিযোগ, তৃণমূল নেতা শেখ সইফুল ও তার সঙ্গীরা খুন করেছে ।