হাত পা ধরলাম দোকানটা ভাঙিস না, শুনল না... - কাঁকসায় বিজেপি নেতার দোকান ভাঙল তৃণমূল
পথের ধারে এক চিলতে দোকান ৷ চা, চপের পাশাপাশি ভাত-ডালও বিক্রি করতেন ৷ রুজি রোজগারের একমাত্র আয় ৷ কিন্তু সেটুকুও আস্ত রাখল না ৷ ভোটের ফলাফল বেরোতেই বিজেপি কর্মীর মায়ের দোকানে রীতিমতো ভাঙচুর, লুটপাট চলল ৷ দেওয়া হল প্রাণে মারার হুমকি ৷ ঘটনাটি গলসি বিধানসভার অন্তর্গত কাঁকসা থানা এলাকার গৌরাঙ্গপুর এলাকার ৷ দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের কর্মী বলে অভিযোগ দোকান মালিকের ৷