পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

সন্দেশখালি, ভাটপাড়ার পর আমডাঙায় খুন BJP কর্মী, উত্তপ্ত রাজ্য রাজনীতি - Barrackpore

By

Published : Jun 22, 2019, 11:55 PM IST

Updated : Jun 23, 2019, 12:03 AM IST

ভাটপাড়ায় দুই BJP কর্মীর মৃত্যুর রেশ এখনও কাটেনি । মাঝে মাঝেই দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে সেখানে । এরইমধ্যে আবার খুন BJP কর্মী । এবার ঘটনাস্থান আমডাঙার বহিসগাছি । ফলে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি । গতরাতে বাড়ি থেকে বেরিয়ে ওষুধ আনতে গেছিলেন বছর পঁচিশের নাজমুল করিম । পথে তাঁর উপর আক্রমণ করে একদল দুষ্কৃতী । নাজমুলকে রাস্তায় একা পেয়ে বেধড়ক মারধর করা হয় । চ্যালা কাঠ দিয়ে আঘাত করা হয় মাথায় । মাটিতে লুটিয়ে পড়েন রক্তাক্ত নাজমুল । স্থানীয় হাসপাতাল থেকে প্রথমে বারাসত তারপর কলকাতার আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় নাজমুলকে । আজ ভোরে সেখানেই মারা যান তিনি । খবর চাউর হওয়ার পর থেকেই উত্তেজনা ছড়ায় আমডাঙায় । নাজমুলের বাড়ি গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় । তবে থমথমে মৃত নাজমুলের বাড়ি । কাঁদতে কাঁদতে নাজমুলের বিবি জানালেন, BJP করত বলেই খুন করা হয়েছে তাঁর শওহরকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তাদের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ।
Last Updated : Jun 23, 2019, 12:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details