তৃণমূল কর্মীকে রামদার কোপ, অভিযোগ বিজেপি দিকে - তৃণমূল
তৃণমূল কর্মীকে রামদার কোপ মারার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে । আহত ওই কর্মীর নাম দেবাশিস ঘরামি । আরও দুই তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে খবর । তাঁদের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে । কালনার পশ্চিম দীঘিরপাড় এলাকার ঘটনা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী দুই পরিবারের শিশুদের খেলা নিয়ে অশান্তি হয় । অশান্তি মারধর পর্যন্ত গড়ায় । অভিযোগ, এরপর হঠাৎ-ই কৃষ্ণ মজুমদার নামে এক ব্যক্তি প্রতিবেশী দেবাশিস ঘরামির উপর রামদা দিয়ে কোপ মারে । পরে জানা যায়, কৃষ্ণ মজুমদার বিজেপি কর্মী ও দেবাশিস ঘরামি তৃণমূল কর্মী । দুই পক্ষই কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ।