জলপাইগুড়িতে সবকটি আসনই জিতবে BJP : সায়ন্তন - জলপাইগুড়ি বিজেপি
আসন্ন বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ির সব কটি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে ৷ জলপাইগুড়িতে এমনই দাবি করলেন BJP নেতা সায়ন্তন বসু ৷ উল্লেখ্য, এদিন জলপাইগুড়ির বৌবাজারে চায়ে পে চর্চায় যোগ দেন BJP নেতা সায়ন্তন বসু ৷