মালদায় 12টির মধ্যে 10টি BJP-র, দাবি জেলা সম্পাদকের - হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক
হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে BJP-র একটি সাংগঠনিক নির্বাচনী কর্মশালা হয় । সেই কর্মশালায় BJP নেতৃত্ব দাবি করে হরিশ্চন্দ্রপুর বিধানসভা BJP-র পকেটে । পাশাপাশি BJP রাজ্যেও ক্ষমতা দখল করবে । BJP-র দাবিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও ।