পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

তিন অঙ্কে পৌঁছাবে না বিজেপি : সৌগত রায় - tmc vs bjp

By

Published : Jan 8, 2021, 9:46 PM IST

বরানগরের আলমবাজার মোড়ে জনসভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় । আইএনটিটিইউসি এবং তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে কেন্দ্রের কৃষি আইন ও শ্রমিক বিরোধী আইনের প্রতিবাদে সভার আয়োজন করা হয় । সভায় সৌগত রায় বিজেপিকে চ্যালেঞ্জ করে বলেন ," তৃণমূলের আজকের সভার পর বিজেপির কোনও বাপের বেটা থাকলে এর থেকে বড় সভা করে দেখাক ।" তিনি হুঁশিয়ারি দেন, আলমবাজারে যে শান্তি বিঘ্নিত করতে চাইবে তার হাত ভেঙে দেবেন। পশ্চিমবঙ্গে তৃণমূলে এবার ক্ষমতায় থাকবে, বিজেপি তিন অঙ্কের আসনে পৌঁছাতে পারবে না ।

ABOUT THE AUTHOR

...view details