পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

উলেন রায়ের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস বিজেপির - উলেন রায়ের পরিবারকে আর্থিক সাহায্য

By

Published : Dec 8, 2020, 2:23 PM IST

উত্তরকন্যা অভিযানে গিয়ে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের পরিবারকে আর্থিক সাহায্য করবে বিজেপি ৷ উলেনবাবুর মেয়ের পড়াশোনার খরচ থেকে শুরু করে সব ধরনের সাহায্য করা হবে জানিয়েছেন বিজেপি নেতা দীপেন প্রামাণিক ৷ আজ গজলডোবায় মৃত বিজেপি কর্মীর বাড়িতে যান দীপেনবাবু ৷ কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে ৷ বলেন, পুলিশ গুলি ছুড়ে ক্ষান্ত থাকেনি ৷ তাঁর মাথায় আঘাত করেছে ৷ তাই গুরুতর জখম অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে ৷ আমরা এর তদন্ত চাইছি ৷ উলেনবাবুর পরিবারের সমস্তরকম দায়-দায়িত্ব আমরা নেব ৷ এবিষয়ে রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গেও কথা হয়েছে ৷ " পরে মৃত ওই বিজেপি কর্মীর বাড়িতে যান জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপি নেতা সায়ন্তন বসু এবং দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা ৷

ABOUT THE AUTHOR

...view details