Sukanta Majumdar : রাজ্য সভাপতির সঙ্গে অভব্য আচরণ গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়, মন্তব্য সুকান্তর - tmc
রাজ্য সরকারের ভূমিকা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এদিন গতকালের ঘটনার সম্পর্কে তিনি বলেন, "পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে এর থেকে বেশি কিছু আসা করি না। প্রথমে পুলিশ সংবাদ মাধ্যমের বন্ধুদের ধাক্কা মেরে ফেলে দিল । যাতে সংবাদ মাধ্যমের বন্ধুরা কিছু না দেখাতে পারে । একজন পুরুষ পুলিশ আমাদের প্রার্থী প্রিয়াঙ্কাদির হাত ধরে সরিয়ে দেয়। আমাকে ছুড়ে ফেলে দেওয়া হয়। একজন বিরোধী দলের সাংসদ, একজন বিরোধী দলের রাজ্য সভাপতির সঙ্গে এই আচরণ আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়। এর পরও পুলিশের মামলা দেওয়াটা আমরা মনে করি মেডেল । গণতন্ত্র রক্ষা করার জন্য আমরা লড়াই করছি। " গতকাল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভবানীপুরে মৃত বিজেপি কর্মী মানস সাহার দেহ নিয়ে বিক্ষোভ দেখায় । কালিঘাট থানার পুলিশ স্বতপ্রণোদিত মামলা দায়ের করেছে ।