KMC Election 2021 : কলকাতার ভোটে ভাল ফল করবে বিজেপি, আশাবাদী সুকান্ত - KMC Election 2021
কলকাতা পৌরনিগম নির্বাচনে (KMC Election 2021) বিজেপি ভাল ফল করবে বলে বৃহস্পতিবার আশাপ্রকাশ করলেন বঙ্গ বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (bjp wb president sukanta majuder says his party will do well in the kmc election 2021) ৷ উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন 2004-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের একটিমাত্র আসনে জয়ের প্রসঙ্গ টেনে আনলেন ৷ তাছাড়া ত্রিপুরা-সহ একাধিক ইস্যুতে তিনি তৃণমূলের সমালোচনা করেন ৷ কৃষকদের আইন প্রত্যাহারের প্রশংসা করেন তিনি ৷ অন্যদিকে কলকাতায় বিজেপির দফতরে শ্রদ্ধা জানানো হয় কপ্টার দুর্ঘটনায় নিহত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতকে শেষশ্রদ্ধা জানানো হয় ৷ সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ দলের নেতা রাহুল সিনহা, সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পাল ও আরও অনেকে ৷