BJP-র মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে অসন্তোষ, পার্টি অফিসে তালা - দমদম BJP-কর্মী
মণ্ডল সভাপতির নামের তালিকা প্রকাশের পর থেকেই দমদমে BJP কর্মীদের মধ্যে অসন্তোষ ৷ মণ্ডল সভাপতি পছন্দ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে একাংশ BJP কর্মী। দমদম ছাতা কলের BJP-র পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেয় তারা।