বুলবুলের ক্ষতিপূরণ নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের - মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপের
"বুলবুলে মানুষের অনেক ক্ষতি হয়েছে, মুখ্যমন্ত্রী সেখানে গেলে সেখানকার মানুষ একটু সাহস পাবে । তবে টাকা পাবে কিনা জানি না । কারণ চেক দিলে তা বাউন্স হয়ে যায় । 10 বছর হয়ে গেছে আয়লার ক্ষতিপূরণের টাকা সাধারণ মানুষ এখনও পায়নি ।" মঙ্গলবার বসিরহাটে এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে একথা বলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । দেখুন ভিডিয়ো...