নাড্ডার কনভয়ে হামলা : হাওড়ায় পুড়ল মুখ্যমন্ত্রীর কুশপুতুল; উত্তেজনা চরমে - attack on JP Nadda
দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে হাওড়ার ডিএম বাংলোর সামনে বিক্ষোভ কর্মসূচি বিজেপির। এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায় মহাত্মা গান্ধি রোড এলাকায় ডিএম বাংলোর সামনে । ব্যারিকেড করে তাঁদের আটকানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় । শেষ পর্যন্ত ব্যারিকেড ভেঙে বেরিয়ে আসেন বিজেপি কর্মী-সমর্থকরা। সরাসরি ডিএম বাংলোর সামনে অবস্থান বিক্ষোভে বসে যান তাঁরা । রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার সন্ত্রাসের রাজনীতি চালাচ্ছে, এই স্লোগান দিতে থাকেন তাঁরা। ঘটনার প্রতিবাদে পোড়ানো হয় মুখ্যমন্ত্রীর কুশপুতুল । এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে প্রতিবাদ কর্মসূচি।