BJP Protest : তেলের দাম কমাক রাজ্য, দাবি আদায়ে পথে বিজেপি - ডিজেল
কেন্দ্রীয় সরকার তেলের দাম কমিয়েছে ৷ এবার রাজ্যও তার অংশের কর কমিয়ে তেলের দাম সাধারণের নাগালে আনুক ৷ এই দাবি সামনে রেখেই সোমবার রাস্তায় নেমেছে বিজেপি ৷ এদিন ধর্মতলা পর্যন্ত মিছিল করার পরিকল্পনা রয়েছে বিজেপির ৷ আর মিছিল আটকাতে তৈরি রয়েছে পুলিশও ৷ যদিও পুলিশ তাঁদের আটকাতে পারবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷