জলপাইগুড়িতে বিজেপি ওবিসি মোর্চার মিছিল - বিজেপি ওবিসি মোর্চা
ওবিসির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে রাস্তায় নামল ভারতীয় জনতা ওবিসি মোর্চার নেতা-কর্মীরা । আজ মিছিল শুরু হয় জলপাইগুড়ি ডিবিসি রোডের বিজেপি কার্যালয় থেকে, চলে জলপাইগুড়ির সদর মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত । ভারতীয় জনতা ওবিসি মোর্চার জেলা সভাপতি মানিক চন্দ্র দেবনাথ, বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী, রাজ্য সহ সভাপতি দীপেন প্রামাণিক, জেলা সহ সভাপতি অলোক চক্রবর্তী, রাজ্য ওবিসি কমিটির সদস্য বাপি পালের নেতৃত্বে আজ এই মিছিল হয় । মিছিল শেষে 8 দফা দাবিদাওয়া সম্বলিত একটি শংসাপত্র মহকুমা শাসকের হাতে তুলে দেন নেতৃত্ব । তাঁরা জানান, আমাদের দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে এই আন্দোলন চলতে থাকবে ।