বিদ্বজ্জন নয়, ওরা ন্যাকামো সরকারের ন্যাকাজীবী : সৌমিত্র খাঁ - BJP
কলকাতায় CAA প্রতিবাদে রাস্তায় নেমে ছিলেন শহরের নাট্যকর্মী ও বুদ্ধিজীবীরা ৷ বসিরহাট সাংগঠনিক জেলার অভিনন্দন যাত্রা থেকে তাঁদের আক্রমণ করলেন BJP সাংসদ সৌমিত্র খাঁ ৷ তিনি বলেন, "বিদ্বজ্জন নয়, ওরা ন্যাকামো সরকারের ন্যাকাজীবী ৷ তাঁদের কোনও অস্তিত্ব নেই ৷ তাঁরা এখন প্রতিমাসে দুই লাখ টাকা করে মাসোহার পান ৷ সেই মাসোহারা রাখবার জন্য, সরকারকে রাখবার জন্য তাঁরা তৃণমূলপন্থী ৷ তাঁরা কোনও বুদ্ধিজীবী না ৷" বুদ্ধিজীবীদের শয়তানের বাচ্চা বলেও আক্রমণ করেন তিনি ৷
Last Updated : Jan 19, 2020, 10:57 PM IST