‘‘মায়ের চেয়ে মাসির দরদ বেশি’’, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দেবশ্রী চৌধুরির - BJP সাংসদ দেবশ্রী চৌধুরির
যুব মোর্চার নবান্ন অভিযানের দিনই বুকে "ম্যায় দলিত কি মা হু" লেখা পোস্টার লাগিয়ে মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেস । তা নিয়ে কটাক্ষ করেন BJP সাংসদ দেবশ্রী চৌধুরি । তাঁর দাবি, পশ্চিমবঙ্গ বাদে দেশের অন্যত্র কী হচ্ছে সেই বিষয়ে বেশি নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী ও তাঁর দল ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে অকারণে মেরে ফেলা হলেও সেদিকে নজর না দিয়ে অন্য রাজ্যের ঘটনা নিয়ে রাজনীতি করতে চাইছেন তিনি । মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন এ যেন "মায়ের চেয়ে মাসির দরদ বেশি" ।