"পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে" - বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার
দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট থানা ঘেরাও কিরে করে বিক্ষোভ দেখাল দক্ষিণ দিনাজপুর BJP। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, BJP-র জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ, প্রাক্তন সভাপতি শুভেন্দু সরকার, রাজ্য কমিটির সদস্য নীলাঞ্জনা রায়, BJP-র সাধারণ সম্পাদক বাপি সরকারসহ অন্যান্য নেতৃত্ব। পরে BJP-র পক্ষ থেকে চারজনের প্রতিনিধি দল থানায় গিয়ে ডেপুটেশন দেয়। বালুরঘাটের সাংসদ বলেন, "গতকাল সকালে BJP-র রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের চা চক্রের সময় তাঁর উপর আক্রমণ চালানো হয়। শুধুমাত্র গতকাল নয়, তার আগেও একাধিকবার রাজ্য সভাপতির উপর হামলা চালানো হয়েছে। এই আক্রমণ তৃণমূলের গুন্ডাবাহিনী চালিয়েছে। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। "