একজন চোর তো অন্যকে চোর বলবেই, কুণালকে কটাক্ষ বিজেপি সাংসদের - বালুরঘাট
🎬 Watch Now: Feature Video
"কুণাল ঘোষকে আগে চিকিৎসক সুস্থ বলে মেডিকেল সার্টিফিকেট দিক তারপর ওঁর মন্তব্যকে গুরুত্ব দেওয়া যাবে ৷ কুণালবাবুর মাথা খারাপ আছে।" বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে আইকোর মামলায় গ্রেপ্তারের দাবি তোলার পর কুণাল ঘোষকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার । তিনি আরও বলেন, "একজন চোর তো অন্যজনকে চোর বলবেই ৷ ছ'মাস আগে এক কথা আর ছ'মাস পর এক কথা ৷ সেই মানুষের মানসিক স্থিতি ঠিক আছে কি না তা নিয়ে সন্দেহ জাগে ৷"
Last Updated : Jan 13, 2021, 7:28 AM IST