পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"পুলিশকে বললেই বলবে, চাপ আছে", ভাটপাড়ায় বোমাবাজি নিয়ে বিস্ফোরক অর্জুন - ভাটপাড়ায় বোমাবাজি

By

Published : May 16, 2021, 5:52 PM IST

"ভোটের ফলঘোষণার পর থেকে ভাটপাড়ায় যে ধরনের কার্যকলাপ তৃণমূলের তরফে করা হয়েছে, তা নিন্দনীয় । একটি বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃতীরা এই ধরনের কাজ করছেন । পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি ।" অভিযোগ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ৷ তিনি আরও বলেন, "আগে বিজেপির লোকজনদের মারধর,ঘড় ভাঙচুর,মহিলাদের ধর্ষণ করা হয়েছে ৷ এবার তৃণমূলের দুষ্কৃতীরা নিজেদের মধ্যেই এলাকা দখলের লড়াই চলছে । গতকাল যে মারা গিয়েছে বোমার আঘাতে সে দাগি সমাজ বিরোধী । পুলিশ কে বললেই বলবে, চাপ আছে । কি চাপ, কার চাপ, কেউ জানে না ৷"

ABOUT THE AUTHOR

...view details