বিক্ষোভ কর্মসূচির আগেই আটক মহিলা মোর্চার জেলা সভানেত্রী, প্রতিবাদে থানা ঘেরাও পুরুলিয়ায় - আনন্দমঠ জুভেনাইল সরকারি হোম
পুরুলিয়া শহর সংলগ্ন শিমুলিয়ায় আনন্দমঠ জুভেনাইল সরকারি হোমে আবাসিক নাবালিকাদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছে পুরুলিয়া জেলা বিজেপি । আজ দুপুরে পুরুলিয়া জেলাশাসক দপ্তরের বাইরে বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা নেয় মহিলা মোর্চা। কিন্তু তার আগেই পুরুলিয়া সদর থানার পুলিশ মহিলা মোর্চার জেলা সভানেত্রী কাবেরী চট্টোপাধ্যায়কে আটক করে। এর প্রতিবাদে জেলা বিজেপির পক্ষ থেকে আজ দফায় দফায় পুরুলিয়া সদর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় ।