পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মাথাভাঙায় বিজেপি নেতার বাড়িতে হামলা, কাঠগড়ায় তৃণমূল - বিজেপি নেতার বাড়িতে হামলাসহ কার্যালয়ে ভাঙচুর, কাঠগোড়ায় তৃণমূল

By

Published : Jan 22, 2021, 5:23 PM IST

কোচবিহারের মাথাভাঙার গোপালপুরে বিজেপি কার্যালয় ও মণ্ডল সভাপতির বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ এরই প্রতিবাদে আজ মিছিল করে বিজেপি ৷ যদিও তৃণমূল সব অভিযোগ অস্বীকার করেছে ৷ বিজেপি নেতা রঞ্জন বর্মন বলেন,"ব্যক্তিগত ঝামেলাকে রাজনৈতিক রং লাগিয়েছে তৃণমূল ৷ রাতে প্রথমে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় পরে আমার বাড়িতেও হামলা চালায় ৷" পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন ৷ বলেন," তৃণমূলের তাণ্ডব দেখেও পুলিশ-প্রশাসন নির্বিকার ৷ পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না"৷ পাশাপাশি তাঁর অভিযোগ,"তৃণমূল দিন দিন যেভাবে সন্ত্রাস ছড়াচ্ছে, গ্রাম বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে ৷ এখন শুধু সময়ের অপেক্ষা ৷"

ABOUT THE AUTHOR

...view details