মমতার পতনের দিন শুরু হয়ে গেছে : BJP প্রার্থী দেবশ্রী - BJO
"মমতার লজ্জা করছে না, উনি কত বড় ডন? প্রতি মুহূর্তে দেশের প্রধানমন্ত্রীকে গালিগালাজ করছেন আর দলের ক্যাডারদের যা খুশি করার নির্দেশ দিচ্ছেন। মমতার পতনের দিন শুরু হয়ে গেছে। ওনাকে সবাই সম্মান করত। সেটা উনি নিজেই শেষ করেছেন।" মমতাকে আক্রমণ করে একথা বললেন BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি। ভিডিয়োয় শুনুন দেবশ্রীর বক্তব্য।