শিক্ষকদের আন্দোলনকে সমর্থনে বিক্ষোভস্থলে শমীক ভট্টাচার্য - গ্রাজুয়েট শিক্ষকদের আন্দোলনকে সমর্থন
বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে বেতন বৈষম্যের অভিযোগে চলছে বিক্ষোভ । হাইস্কুল ও মাদ্রাসার পাশ গ্র্যাজুয়েট ক্যাটাগরির শিক্ষকরা এই আন্দোলনে সামিল হন ৷ সাতদিন ধরে সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা মাঠের সামনে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী শিক্ষকরা। আজ তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়ে সেখানে হাজির হন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "আমরা এখানে এসেছি, আশ্বাস দিয়েছি, কোনও প্রতিশ্রুতি নয়। সারা ভারতবর্ষে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে এমনকী অবিজেপি শাসিত রাজ্যগুলো আছে সেখানেও এই বৈষম্য নেই। পশ্চিমবঙ্গে আছে। জুলাই মাস থেকে এই রাজ্যেও এই বৈষম্য আর থাকবে না"।