CM মানেই কাটমানি, কলকাতায় সম্বিত - কলকাতায় সম্বিত পাত্র
কৃষি বিলের সমর্থনে কলকাতায় BJP সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন BJP-র জাতীয় মুখপত্র সম্বিত পাত্র। তিনি বলেন, "CM মানেই কাটমানি দিদি। শিল্প নয়, কৃষি নয় কাটমানি চান দিদি।" তিনি আরও বলেন, " এই কৃষি বিলের মাধ্যমে কৃষকদের প্রকৃত স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।"