"IPS, IAS, BDO-দের তালিকা তৈরি, ক্ষমতায় এসেই হিসেব হবে" - রথীন বসু
"আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ রাজ্য সরকার৷ একের পর এক বিরোধী কার্যকর্তাকে হত্যা করে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে৷ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ, প্রশাসন এক সঙ্গে মিলে কাজ করছে৷ মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের পুলিশ, BDO সহ প্রশাসনিক কর্তাদের তালিকা তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর সবার হিসেব হবে৷" তুফানগঞ্জে BJP কর্মী কালাচাঁদ কর্মকারের বাড়িতে এসে বললেন BJP-র রাজ্য সম্পাদক রথীন বসু।