Raju Banerjee : রাজ্যকে বিরোধীশূন্য করার খেলায় নেমেছেন মুখ্যমন্ত্রী, তোপ বিজেপি নেতার - রাজু বন্দোপাধ্যায়
রাজ্যকে বিরোধীশূন্য করার খেলায় নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে এসব করে বিজেপিকে দুর্বল করা যাবে না ৷ একের পর এক বিজেপি বিধায়কের দলত্যাগ প্রসঙ্গে এই মন্তব্য করলেন রাজ্য বিজেপির অন্যতম সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার মহাত্মা গান্ধির জন্মজয়ন্তী উপলক্ষে বারাসতের হৃদয়পুরে দলের পক্ষ থেকে স্বচ্ছ ভারত কর্মসূচিতে যোগ দেন বিজেপির এই নেতা ৷ সেখানেই বিধায়কদের দলত্যাগকে গুরুত্ব না দিয়ে পালটা বিজেপি পার্টিকে গঙ্গার সঙ্গে তুলনা করেন রাজু বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বক্তব্য, গঙ্গায় যেমন জোয়ার-ভাটা থাকে, বিজেপিতেও তেমনই নেতা, কর্মীদের আসা-যাওয়া থাকবে ৷ সেটা কোনও বড় বিষয় নয় ৷ বরং তাঁর অভিযোগ, শাসকদলের ভয়েই বহু নেতা ও কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে বাধ্য হচ্ছেন ৷
Last Updated : Oct 2, 2021, 7:47 PM IST