মারের বদলা মার, খুনের বদলা খুন ; হুঁশিয়ারি লক্ষ্মণ ঘোড়ুইয়ের - বিজেপি
"বিজেপি কর্মীদের উপর অন্যায় হলে মারের বদলে মার, খুনের বদলে খুন হবে ৷" বললেন পশ্চিম বর্ধমানের বিজেপি জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই ৷ আজ "আর নয় অন্যায় " স্লোগান তুলে দুর্গাপুর পশ্চিম বিধানসভার ভিড়িঙ্গি মোড় থেকে বেনাচিতি বাজার হয়ে স্টিল মার্কেট পর্যন্ত যুব মোর্চার পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়েছিল ৷ মিছিলের নেতৃত্ব দেন লক্ষ্মণ ঘোড়ুই ৷