পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

থানা ঘেরাও করতে এসে মৃতের নাম ভুলে গেলেন BJP নেতা - জেলা BJP-র সহসভাপতি শঙ্কর দাস

By

Published : Nov 3, 2020, 1:43 AM IST

যাঁর মৃত্যু ঘিরে রাজ্য জুড়ে BJP-র থানা ঘেরাও কর্মসূচি সেই দলীয় কর্মীর নাম ভুলে গেলেন জেলা BJP-র সহসভাপতি শংকর দাস । নদিয়ার দলীয় কর্মী বিজয় শীলের খুনের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে থানা ঘেরাওয়ের ডাক দেয় রাজ্য BJP । সেইমতো BJP-র বারাসত সাংগঠনিক জেলার সহসভাপতি শংকর দাসের নেতৃত্বে বারাসত থানার সামনে হাজির হয় BJP-র নেতা ও কর্মীরা । কিন্তু মৃত BJP কর্মীর নাম জিজ্ঞাসা করাতেই তাল কাটে । পাশে থাকা কর্মীদের সাহায্যে ড্যামেজ কন্ট্রোল করলেও ঘটনায় অস্বস্তিতে পড়ে গেছে বারাসত সাংগঠনিক জেলার BJP নেতৃত্ব ।

ABOUT THE AUTHOR

...view details