পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আমাদের চমকাবেন না, আমরা দিল্লি অবধি চমকাতে পারি: দিলীপ ঘোষ - কোরোনা ভাইরাস

By

Published : Jul 16, 2020, 10:15 AM IST

দুর্গাপুরের মেনগেটে চা-চক্রে মিলিত হলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ সেখান থেকেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন ৷ বলেন, ‘‘অনেক নেতা গ্রাম ছেড়ে শহরে চলে গেছেন । আর আমি শহর ছেড়ে গ্রামে গেছি । দু’চারটে খুচরো মস্তান আমাকে চমকানোর চেষ্টা করেছিল ৷ আমাদের চমকাবেন না । আমরা এখান থেকে দিল্লি পর্যন্ত আপনাদের চমকাতে পারি । এমন চমকাব, যে সাতদিন ভিরমি খেয়ে পড়ে থাকবেন । কিছু শুনতে পাবেন না ।’’ এরপরেই অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে দিলীপবাবু বলেন, ‘‘আমি গতকাল পাণ্ডবেশ্বর পেরিয়ে খয়রাশোল থানা এলাকায় গেছিলাম । শুনলাম দিদির এক ভাইয়ের মাথায় নাকি অক্সিজেন পৌঁছায় না । তিনি মানুষের কাছে ক্ষমা চেয়ে বেড়াচ্ছেন । কিন্তু কত মায়ের কোল খালি হয়ে গেছে, কত বোনের সিঁদুর মুছে গেছে, কত সন্তান অনাথ হয়ে গেছে আপনাদের রাজনীতির জন্য । মানুষ কীভাবে আপনাদের ক্ষমা করবে ?’’

ABOUT THE AUTHOR

...view details