দিদির ইচ্ছে পূরণ করব, যা দুর্নীতি করেছেন অনেকেই জেলে যাবেন : দিলীপ - বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
"আমি বলিনি, দিদি বলেছেন, আমাকে জেলে পাঠিয়ে দিন। আমি ওখান থেকে জিতব । তো দিদির ইচ্ছে পূরণ করব আমরা । ওঁরা যা দুর্নীতি করেছেন, অনেকেই জেলে যাবেন ।" বুধবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে চায় পে চর্চা কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদ মাধ্যমে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।