বিজেপি নেতাকে গ্রেপ্তারের ঘটনায় উত্তেজনা শ্রীরামপুরে - শ্রীরামপুরে বিজেপি নেতা কবির শংকর বোস আটক
শ্রীরামপুর থানার সামনে বিজেপি ও তৃণমূল সংঘর্ষ । সংঘর্ষ থেকে গ্রেপ্তার হন বিজেপি নেতা কবীর শংকর বোস সহ সিআইএসএফ কর্মীরা । শেওড়াফুলিতে বিজেপি নেতাকে হেনস্থার অভিযোগ উঠেছে । শেওড়াফুলি ফাঁড়িতে পুলিশ অবরোধকারীদের আটক করে অবরোধ তুলে দেয় । কবীর শংকর বোসকে শ্রীরামপুর আদালত জামিন মঞ্জুর করেছে ।