"বিজেপি সরকার বাংলায় এলে এককালীন সমস্ত প্রাপ্য টাকা কৃষকদের অ্যাকাউন্টে তুলে দেবে" - দীলিপ যাদব
"চক্রান্ত করে আমাদের নেতা-কর্মীদের নামে মিথ্যা কেস দিয়ে জেলে ভরছে তৃণমূল । কিন্তু, তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়েছে ৷ 2021-এর নির্বাচনের পর তল্পিতল্পা গুটিয়ে চলে যেতে হবে ।" বললেন বিজেপি নেতা ও উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য । সোমবার আরামবাগ ও গোঘাটে কর্মসূচি ছিল তাঁর ৷ সেখানেই নয়া কৃষি আইন নিয়ে শাসকদল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে বলেন, "দিদির লজ্জা পাওয়া উচিত ৷ কৃষক সম্মান নিধি যদি তিনি বাংলায় সঠিক সময়ে চালু করতেন তাহলে বাংলার কৃষকরা ইতিমধ্যে 18 হাজার টাকা পেয়ে যেতেন ৷ কিন্তু তিনি তা হতে দেননি । বিজেপি সরকার বাংলায় এলে এককালীন সমস্ত প্রাপ্য টাকা কৃষকদের অ্যাকাউন্টে তুলে দেবে ।" পালটা তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেন, "উত্তরপ্রদেশের মন্ত্রী যখন কৃষি বিলের পক্ষে বলেন তখন গ্রামের মানুষ আতঙ্কিত হয় । যে রাজ্যে দলিত কন্যা অত্যাচারিত হয়, সেই রাজ্যের নেতারা এখানে এলে এখানকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন ।"