পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"অনেক অতিষ্ঠ করেছেন, অবসর নিন", অনুব্রতকে বললেন অনুপম - অনেক কায়দায় বোমা ছুড়েছেন

By

Published : Dec 12, 2020, 10:39 PM IST

"অনেক অতিষ্ঠ করেছেন। বীরভূমকে অনেক জ্বালিয়েছেন। অনেক কায়দায় বোমা ছুড়েছেন। এবার বয়স হয়েছে। সঠিক সময় রাজনীতি থেকে অবসর নিয়ে নেওয়া প্রয়োজন। বীরভূমে তৃণমূলের ক্ষমতা থাকবে না। এটা দেখতে খারাপ লাগবে। তাই এটাই সঠিক সময় উনার অবসর নিয়ে নেবার। কাকু (অনুব্রত মণ্ডল) অনেক বাতাসা খাইয়ে অনেক কিছু করত। এবার কোনও স্ট্রাটেজি কাজ করবে না।" এদিন বোলপুরে দলীয় কর্মসূচিতে এসে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য অনুপম হাজরা আজ এভাবেই অনুব্রত মণ্ডলকে সমালোচনা করলেন ৷ অনুপম হাজরা আরও বলেন, "এবার আমরা নিশ্চিত করব মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে। তার জন্য যদি রাষ্ট্রপতি শাসন জারি করতে হয় তাই করব।"

ABOUT THE AUTHOR

...view details