মুখ্যমন্ত্রী লাশ নিয়ে রাজনীতি করছেন : অগ্নিমিত্রা - Agnimitra paul attacks mamata banerjee on strand road building fire
কলকাতার স্ট্র্যান্ড রোডের বহুতলে পূর্ব রেলের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ৷ আজ এসএসকেএম হাসপাতালে এসে তিনি বলেন, "দমকল দফতরের কোনও আধুনিক পরিকাঠামো নেই । কোটি কোটি টাকা খরচ করে রাজ্য সরকার বিজ্ঞাপন দিতে পারে ৷ অথচ দমকল কর্মীদের জন্য জ্যাকেট কেনার পয়সা নেই ।" তাঁর অভিযোগ, "মুখ্যমন্ত্রী রাজনীতি করতে ঘটনাস্থলে গিয়েছিলেন । লাশের সঙ্গেও রাজনীতি করছেন । দোষ অন্যের ঘাড়ে চাপাচ্ছেন ৷" তাঁর আরও অভিযোগ, "দমকলের লোকেদের কেন উপযুক্ত প্রশিক্ষণ নেই ? 9টা প্রাণ চলে গেল এটা মেনে নেওয়া যায় না । আজ এসএসকেএম হাসপাতালে এই মন্তব্য করেন অগ্নিমিত্রা পাল ৷