অমিত শাহের অনুপস্থিতিতেই আগামীকাল ডুমুরজলায় যোগদান মেলা - amit shah
ডুমুরজলায় অমিত শাহের সভা বাতিল হয়েছে । তবে তার পরিবর্তে কে আসবেন তা এখনই বলতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তবে ডুমুরজলায় যোগদান মেলা যে আগামীকাল অনুষ্ঠিত হবে তা নিশ্চিত করেন তিনি । সেই সভায় কেন্দ্রীয় মন্ত্রীর আসার কথা আছে বলে জানান রাজ্য বিজেপি সভাপতি । আগামীকালের সভায় চমক দেখার আশ্বাসও দেন দিলীপ ঘোষ । সূত্রের খবর অনুযায়ী, আজ ঠাকুরনগরের সভায় কৈলাস বিজয়বর্গীয় সহ একাধিক বিজেপি নেতৃত্বের থাকার কথা ।