বিজেপিকে "ভাষা সন্ত্রাসের আমদানিকারক" বলে আক্রমণ পার্থর - বিজেপি ভাষা সন্ত্রাসের আমদানিকারক
জঙ্গলমহল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিজেপিকে "ভাষা সন্ত্রাসের আমদানিকারক" বলে আক্রমণ করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ বলেন, "ভাষা সন্ত্রাস আমদানিকারক বিজেপি । পুঁতে দেব, বিধবা করে দেব, হাত ভেঙে দেব, বাড়ি থেকে বেরোতে দেব না , এই ভাষা কোনও গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে পড়ে না । এই যে শব্দসন্ত্রাস চলছে এটা কোনওভাবে গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয় । আমাদের রাজনৈতিক বিবাদ থাকতে পারে , রাজনৈতিক দল হিসেবে আলাদা আলাদা পদ থাকতে পারে কিন্তু বিজেপি যেভাবে এখানে ভাষাসন্ত্রাস বা শব্দসন্ত্রাস আমদানি করেছে তা মোটেই গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয় ।"