পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"খুনিদের দল", মৃত তৃণমূল কর্মীর বাড়িতে এসে বিজেপিকে আক্রমণ রবীন্দ্রনাথের - 'বিজেপি খুনিদের দল, দাঙ্গাবাজদের দল' বললেন রবীন্দ্রনাথ ঘোষ

By

Published : Jan 8, 2021, 2:37 PM IST

তৃণমূল কর্মী খুনি চাঞ্চল্য ছড়ায় কোচবিহারে ৷ মৃতের নাম নদীরাম মণ্ডল ৷ নদীরাম মণ্ডলের বাড়িতে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, "বিজেপি খুনিদের দল, দাঙ্গাবাজদের দল। এই দলকে কখনোই বাংলার মানুষ ক্ষমতায় আনবে না। আসন্ন নির্বাচনে মানুষ জবাব দেবে।" পাশাপাশি তিনি আরও বলেন, "মৃত তৃণমূল কর্মীকে অনেকদিন ধরেই বিজেপি আশ্রিত দুস্কৃতীরা হুমকি দিয়ে আসছিল। খুন করার চেষ্টাও করেছে বহুবার ৷ শাবল দিয়েই সম্ভবত খুন করা হয় নদীরামকে ৷ পরে ছুরি দিয়েও একাধিকবার কোপানো হয় ৷" এই নৃশংস খুনের তীব্র ধিক্কার জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ ।

ABOUT THE AUTHOR

...view details