পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

BJP নেতার মৃত্যুর প্রতিবাদে আগামীকাল 12 ঘণ্টার বাগনান বনধ - BJP কার্যকর্তা কিংকর মাঝি

By

Published : Oct 28, 2020, 9:40 PM IST

হাওড়ার বাগনানে গুলিবিদ্ধ BJP নেতা কিংকর মাঝির মৃত্যুর প্রতিবাদে বাগনানে 12 ঘণ্টা বনধের ডাক দিল BJP । একথা জানান দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । তিনি বলেন, আরও একজন কার্যকর্তা জগদ্দলে মারা গিয়েছে । এখনও পর্যন্ত BJP-র 123 জন কার্যকর্তা মারা গেল । এটা অত্যন্ত দুঃখের বিষয় এমন একটা রাজ্যে বাস করছি যেখানে গণতন্ত্রের বালাই নেই । একটা তালিবানি পৈশাচিক স্বৈরাতান্ত্রিক সরকার চলছে বলে মন্তব্য করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details