"সুজাতার দাবি ভিত্তিহীন, বাংলায় মুখ্যমন্ত্রী মুখ ঠিক করবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বই" - বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর
"এটা একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত ৷ এব্যাপারে আমার কিছু বলার নেই। তবে বাংলার পরিবর্তনে মানুষের কাজ দরকার ৷ সুজাতা খাঁ যে বলেছেন এই মুহূর্তে বিজেপিতে 6 জন মুখ্যমন্ত্রী ও 13 জন উপমুখ্যমন্ত্রীর দাবিদার, এই চিন্তাভাবনা একান্তই তাঁর নিজের। " এই মন্তব্য করলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সেই সঙ্গে বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।"