WB Bypolls Khardaha : খড়দায় তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির - BJP candidate in Khardaha accused Trinamool of influencing voters
তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডা বাহিনী বুথের সামনে জমায়েত করে ভোটারদের ভয় দেখাচ্ছে ও তাদের প্রভাবিত করার চেষ্টা করছে ৷ অভিযোগ খড়দা বিধানসভার বিজেপি প্রার্থী জয় সাহার। এদিন ভোট শুরু হওয়ার পর খড়দার বিভিন্ন বুথে পরিদর্শন করেন জয়বাবু। যুগবেরিয়ায় একটি বুথে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। এরপর সাংবাদিকদের তিনি জানান, বুথের সামনে প্রার্থীর প্রচারের ব্যানার, ফেস্টুন রয়েছে, দেওয়াল লিখন রয়েছে ৷ কিন্তু কমিশন যথার্থ ভূমিকা পালন করছে না ৷ পুলিশও নীরব দর্শক। সাধারণ মানুষ ভোট দিতে চাইছেন কিন্তু শাসকদলের ভয়ে স্বত:স্ফূর্তভাবে ভোট দিতে পারছেন না বলে অভিযোগ তাঁর ৷