পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"আসুন তারকা রাক্ষসী বধ করি", বিজেপি কার্যালয়ে ব্যানার ঘিরে বিতর্ক - বীরভূম বিজেপি অফিসে ব্যানার বিতর্ক

By

Published : Dec 11, 2020, 11:08 PM IST

"2021-এ তারকা রাক্ষসী বধ করি", এই রকম ব্যঙ্গাত্মক পোস্টার দিয়ে প্রচারে নামতে দেখা গেল বিজেপিকে। বীরভূমের ইলামবাজারে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে রাক্ষসের ছবির মধ্যে এই রকম লেখা ব্যানার দেখা গেল। এই নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। যদিও, বিজেপির ইলামবাজার ব্লকের সাধারণ সম্পাদক দীপংকর জর বলেন, "এই কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের অত্যাচার করেছেন তার জন্য আমরা তাঁকে রাক্ষসী বলে সম্বোধন করেছি। আমরা ডিজিটাল দুনিয়ার মাধ্যমে এই রকম প্রচার করার উদ্যোগ নিয়েছি।" এই প্রসঙ্গে ইলামবাজার তৃণমূল ব্লক সভাপতি ফজলুল রহমান বলেন, "নোংরা ছবি, লেখা দিয়ে প্রচার করা ওদের কাজ। মানুষ সব দেখছে। মানুষ এর জবাব দেবে।"

ABOUT THE AUTHOR

...view details