বালুরঘাট থানা ঘেরাও BJP-র - BJP-র অভিযান
"পুলিশ প্রশাসন সম্পূর্ণ দলদাসের মতো কাজ করছে ৷ রাজ্যপাল বলেছেন, আইন কিন্তু কাউকে ছাড়বে না ৷" বালুরঘাট থানা ঘেরাও অভিযান থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন বালুরঘাটের BJP সাংসদ সুকান্ত মজুমদার ৷ সারা রাজ্যে BJP কর্মীদের খুন করা হচ্ছে ৷ হেমতাবাদের বিধায়ককে খুনের পরম্পরা অনুযায়ী গতকাল নদিয়ায় সক্রিয় কর্মীকে খুন করা হয়েছে ৷ তারই প্রতিবাদে আজ রাজ্যজুড়ে BJP-র তরফ থেকে থানা ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে ৷ সুকান্ত মজুমদারের নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকরা বালুরঘাট থানা ঘেরাও করে ৷